ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা অ্যালামনাই

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

জীবন-সদস্য হওয়ার নিয়ম

নতুন জীবন-সদস্যদের জন্য নিবন্ধনের নিয়ম:

  • ওয়েবসাইটে প্রবেশ করে মেন্যুবার থেকে "শতবার্ষিক পুনর্মিলনী নিবন্ধন" মেন্যুতে ক্লিক করুন।
  • “নতুন জীবন-সদস্য” এ ক্লিক করুন।
  • জীবন-সদস্য ফরমটি বাংলায় পূরণ করুন।
  • সদ্য তোলা ছবি (300x300 pixel,100kb) এবং (বিএ/ এমএ/ এমফিল/ পিএইচডি) সনদ আপলোড করুন।
  • “আবেদন সম্পন্ন করুন” -এ ক্লিক করুন।
  • “পেমেন্ট করুন” -এ ক্লিক করুন।
  • মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট) / ভিসা/ মাস্টারকার্ড -এর মাধ্যমে টাকা পরিশোধ করুন।
  • টাকা পরিশোধ করার পর আপনার ই-মেইল/ মোবাইলে টাকা প্রাপ্তির নিশ্চিতকরণ এসএমএস যাবে।
  • রেজিস্ট্রেশন নিশ্চিতকরণের ফর্মটি ডাউনলোড/ প্রিন্ট করুন এবং অনুষ্ঠানের পূর্বে বা অনুষ্ঠানের দিন প্রিন্টকৃত ফর্মটি অনুষ্ঠানে প্রবেশ এবং গিফটপ্রাপ্তির জন্য সঙ্গে নিয়ে আসুন।

ফি:

  • জীবনসদস্য ফি - ৩০০০+৭৫ = ৩০৭৫ টাকা ( ২.৫ % অনলাইন গেটওয়ে ফি)
  • নিবন্ধন ফি - ২০০০+৫০ = ২০৫০ টাকা ( ২.৫ % অনলাইন গেটওয়ে ফি)

জীবন-সদস্য ফরম